পাসপোর্ট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তা দুদক এর উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী

November 28, 2023

Category: ব্লগ



  1. জাতীয়

ভারতীয় নাগরিককে পাসপোর্ট দিয়ে কাঠগড়ায় পাসপোর্টের ৭ কর্তা

dhaka-post

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৮

3Shares

facebook sharing button

whatsapp sharing button

অ+

অ-

ভারতীয় নাগরিককে পাসপোর্ট দিয়ে কাঠগড়ায় পাসপোর্টের ৭ কর্তা

বড় অঙ্কের অর্থের বিনিময়ে ভারতীয় নাগরিক হাফেজ আহম্মেদকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে অনুমোদিত চার্জশিটের চূড়ান্ত আসামি হলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাত কর্মকর্তা ও কর্মচারী। যদিও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইতোমধ্যে সৌদি আরবে পালিয়ে গেছেন সেই ভারতীয় নাগরিক।

বিজ্ঞাপন

 

তদন্ত কর্মকর্তা ও দুদক উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ে আসামিদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমোদিত চার্জশিটের আসামিরা হলেন, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. আবজাউল আলম, সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহায়ক রঞ্জু লাল সরকার ও হুমায়ুন কবির, রাজশাহী পাসপোর্ট অফিসের সাবেক উচ্চমান সহকারী ও আগারগাঁও পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আলমাস উদ্দিন, রেকর্ড কিপার মো. ইব্রাহিম হোসেন ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আব্দুল ওয়াদুদ। এজাহারভুক্ত প্রধান আসামি ভারতীয় নাগরিক হাফেজ আহম্মেদ ইতোমধ্যে সৌদি আরব চলে গেছেন। তার সঠিক ঠিকানা জানা যায়নি। তাই অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়া সত্ত্বেও তাকে চার্জশিটে রাখা হয়নি। তবে ভবিষ্যতে তার নাম ঠিকানা প্রাপ্তি সাপেক্ষে সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে অনুমোদিত চার্জশিটে বলা হয়েছে।