ফরিদপুরে দুদকের তিন মামলায় সহকারী সচিবের ২২ বছরের কারাদণ্ড

February 13, 2024

Category: ব্লগ



ফরিদপুরে দুদকের তিন মামলায় সহকারী সচিবের ২২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩৮

 

শেয়ার করুন

 

ফলো করুন

মোহাম্মদ শাহরিয়ার মতিন

মোহাম্মদ শাহরিয়ার মতিন

ছবি: প্রথম আলো

ফরিদপুরে সরকারি জমির ভুয়া মালিক দেখিয়ে টাকা আত্মসাৎ, অর্থ পাচারসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী সচিব মোহাম্মদ শাহরিয়ার মতিনকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনটি মামলায় তাঁকে ১ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে বিভিন্ন মেয়াদে কারা ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম মামলা তিনটির রায় ঘোষণা করেন। রায়ের পর শাহরিয়ার মতিনকে পুলিশের প্রহরায় আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

 

ওই তিন মামলায় শাহরিয়ার মতিন ছাড়াও আসামি হিসেবে তিনজন কানুনগো, তিনজন সার্ভেয়ার ও ১২ জন এলএ চেকগ্রহীতা আছেন। তাঁদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া মোহাম্মদ শাহরিয়ার মতিন গোপালগঞ্জের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার আগে ফরিদপুরে ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার হওয়ার আগে ঢাকার আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় বসবাস করতেন তিনি।

-ADVERTISEMENT-

 

 

Ads by 

 

অর্থ পাচারের অভিযোগে ২০১৭ সালের ২৪ মে শাহরিয়ার মতিনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৩ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত গোপালগঞ্জে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন শাহরিয়ার মতিন। ওই সময় তিনি ব্যাংক এশিয়ার ফরিদপুর শাখায় একটি হিসাব খোলেন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ওই হিসাবে ২৫ লাখ টাকা জমা করা হয়। তিনি গোপালগঞ্জে কর্মরত থাকতে ৭৭ লাখ টাকা আত্মসাতের দায়ে দুটি মামলা করে দুদক। ওই ৭৭ লাখ থেকে ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে পর্যায়ক্রমে উত্তোলন করেন তিনি। অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করে অপরাধের সঙ্গে সম্পৃক্ত সম্পত্তির জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও লেয়ারিং করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তিনি অপরাধ করেছেন।

অর্থ পাচারের ওই মামলায় শাহরিয়ার মাতিনকে দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৯৭ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শাহরিয়ার মতিনের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ আগস্ট আরও একটি মামলা করে দুদক। দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলী আকবর খান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শাহরিয়ার মতিনের সঙ্গে গোপালগঞ্জ এলএ শাখার সাবেক কানুগো রমেশ পাল, সুভেন্দ্র বিকাশ মজুমদার, মো. আবদুল জব্বার, সাবেক সার্ভেয়ার মো. কাসেদুল হক, এলএ শাখার মো. ইসমাইল, সার্ভেয়ার মো. মোশাররফ হোসেনসহ ২১ জনকে আসামি করা হয়।

সরকারি মালিকানাধীন জমি ও তাঁর ওপর অবস্থিত অবকাঠামো অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ নির্ধারিত বিলে জমা না দিয়ে বিভিন্ন ব্যক্তি সাজিয়ে তাঁদের ক্ষতিপূরণ প্রদানের নামে ২ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৭৩২ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়। মামলার রায়ে শাহরিয়ার মতিনসহ ছয়জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

দুদকের করা আরেকটি মামলার বাদী উপসহকারী পরিচালক এনায়েত হোসেন। মামলায় শাহরিয়ার মতিন ও কানুনগো মো. আবদুল জব্বারকে (পলাতক) দোষী সাব্যস্ত করে পেনাল কোডের বিভিন্ন ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

এ ছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় এলএ চেকগ্রহীতা মো. রাজিব মিয়াকে (পলাতক) পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পৃথক ধারায় সাজা হওয়ায় এ মামলার সাজা আসামিরা একসঙ্গে ভোগ করবেন।

দুদকের আইনজীবী মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, তিনটি মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। মামলার যেসব আসামি পলাতক রয়েছেন, গ্রেপ্তার হওয়ার দিন থেকে তাঁদের সাজা কার্যকর হবে।

Link:https://www.prothomalo.com/bangladesh/district/18t9t2xhum



  • Tags: